বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

জুলাই সনদ আমরা আদায় করে ছাড়বই: নাহিদ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন ‘ন্যাশনাল কনস্টিটিউশনাল পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, “জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, এটা ছিল নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের আন্দোলন। আমরা জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করেই ছাড়ব।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা বাংলার প্রতিটি প্রান্তরে যাবো, মানুষকে মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করবো। এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি দেশ পুনর্গঠনের লক্ষ্যে নেওয়া একটি ঐতিহাসিক উদ্যোগ।”

তিনি শহীদ আবু সাঈদকে “লড়াইয়ের অনুপ্রেরণা” হিসেবে উল্লেখ করে বলেন, “তার কবরের সামনে দাঁড়িয়ে আমি তিনটি দাবির পুনর্ব্যক্ত করছি — ন্যায়বিচার, রাষ্ট্রীয় সংস্কার ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন।

নাহিদ জানান, জুলাই পদযাত্রা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সাধারণ মানুষের কাছে ‘জুলাই বিপ্লবের স্বপ্ন’ ও শহীদদের আত্মত্যাগের বার্তা পৌঁছে দেওয়ার একটি প্রত্যয়ী প্রচেষ্টা।

উল্লেখ্য, শহীদ আবু সাঈদ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি ছিলেন একজন সংগঠক ও জনপ্রিয় ছাত্রনেতা, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102