বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

বারবার শহিদ চিহ্ন ছেঁড়া, প্রশাসন দেখেও চুপ!

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জুলাই অভ্যুত্থান চলাকালে উত্তরায় শহীদ হওয়া ৯২ জন নাগরিকের নাম ও পরিচয়সহ একটি ব্যানার ফের ছিঁড়ে ফেলেছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্ত্রাসীরা বলে অভিযোগ উঠেছে। ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’ কর্তৃক স্থাপিত শহীদদের তালিকা সম্বলিত এই ব্যানারটি রাজধানীর উত্তরা এলাকায় সোমবার গভীর রাতে ছিঁড়ে ফেলা হয়।

এর আগেও একই স্থানে শহীদদের তালিকা টানানো হলে রাতের আঁধারে তা ছিঁড়ে ফেলা হয়েছিল। সংগঠনটি জানিয়েছে, “তোরা একটা ছিঁড়বি, আমরা দশটা বানাবো”—এই অঙ্গীকার নিয়েই তারা শহীদদের স্মৃতি ধরে রাখতে কাজ করে যাচ্ছে।

জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স দাবি করেছে, ব্যানার ছেঁড়ার ঘটনার সিসিটিভি ফুটেজ, জড়িতদের ছবি ও পরিচয় প্রকাশ করা হলেও প্রশাসন এখনো কাউকে গ্রেফতার করেনি। বরং প্রশাসনের নীরবতা এসব হামলাকারীদের আরও সাহসী করে তুলেছে।

২০২৪ সালের জুলাইয়ে রাজধানীর উত্তরা ছিল ছাত্র-জনতার প্রতিবাদী শক্তির কেন্দ্র, এক প্রকার ‘পাওয়ার হাউজ’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ ও সরকারি বাহিনীর দমন-পীড়ন সত্ত্বেও উত্তরের শিক্ষার্থীরা রুখে দাঁড়িয়েছিল। গুলির সামনে বুক পেতে দিয়েছিল ছাত্রজনতা। শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও রয়ে গেছে স্বৈরতন্ত্রের দোসররা—এমনটাই মত আন্দোলনকারীদের।

আন্দোলনে শহীদদের তালিকায় ২৫ জন শিক্ষার্থীসহ মোট ৯২ জনের নাম ছিল। ১৮ থেকে ৫ আগস্টের মধ্যে তারা শহীদ হন। বয়স অনুযায়ী শহীদদের বড় অংশ ছিলেন ২১-৩০ বছর বয়সী তরুণ। ব্যানার ছেঁড়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রদান সত্ত্বেও প্রশাসনের কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন আন্দোলনকারীরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102