অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এডাস্ট এসডিআই) এবং দক্ষিণ কোরিয়ার সোল গেটওয়ে কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৩০ জুন) অনুষ্ঠিত এ চুক্তিতে এডাস্ট এসডিআই-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন এবং সোল গেটওয়ে কর্পোরেশনের পক্ষে চেয়ারম্যান ও সিইও ড. জে কিউন মুন।
এডাস্ট এসডিআই–সোল গেটওয়ে চুক্তি
দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে এই চুক্তি দুই দেশের মধ্যে এক নতুন শিক্ষাগত ও শিল্প-সহযোগিতার দিগন্ত উন্মোচন করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মো: সিরাজুল হক চৌধুরী, সদস্য সচিব মোঃ কামরুজ্জামান লিটু, বোর্ড সদস্য কামরুন নেহার, তানভীর ইসলাম পাটোয়ারী, উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, চিফ একাডেমিক অ্যাডভাইজার প্রফেসর ড. এ.বি.এম. শহিদুল ইসলাম, রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, ইনডিপেন্ডেন্ট রিনিউয়েবল এনার্জি কনসালটেন্ট জনাব সামসুল আরেফিন সোহেল, এসডিআই-এর বিজনেস অপারেশন ম্যানেজার ব্যারিস্টার জাকির হাসান, প্রোগ্রাম কোঅর্ডিনেটর তানঝিম আরা ইঝুমসহ সোল গেটওয়ে কর্পোরেশনের কোরিয়া ও বাংলাদেশ টিম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ।
এই সমঝোতা স্মারকের আওতায় এডাস্ট এসডিআই দক্ষিণ কোরিয়ার শিল্প চাহিদা অনুযায়ী প্রযুক্তিভিত্তিক, ব্যবহারিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। এতে করে একটি দক্ষ ও প্রশিক্ষিত কর্মশক্তি গড়ে উঠবে যারা কোরিয়ান কর্মক্ষেত্রে সফলভাবে আত্মপ্রকাশ করতে পারবে। এতে বাংলাদেশের তরুণদের জন্য কোরিয়াসহ আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশাধিকার সহজতর হবে।
এছাড়াও এই এমওইউ শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক ভিজিট এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে। ফলে দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এটি শুধু একটি প্রশিক্ষণমূলক চুক্তি নয়, বরং প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চা, একাডেমিক উদ্ভাবন এবং আন্তর্জাতিকমানের পেশাজীবী তৈরি করার একটি সময়োপযোগী উদ্যোগ।