উত্তরা ১০নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ (৩০শে জুন,২০২৫) একটি পরিচ্ছন্নতা র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি সকাল ৯টায় উত্তরা ১০নং সেক্টর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে সেক্টরের ২৪নং সড়কে এসে শেষ হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সার্বিক সহযোগিতায় আয়োজিত এই র্যালির উদ্দেশ্য ছিল পরিচ্ছন্নতা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
র্যালির উদ্বোধনী বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি উত্তর মোঃ মহিদুল ইসলাম পিপিএম বলেন, “যখন প্রত্যেক সামাজিক ও দায়বদ্ধ সংগঠন নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে, তখন ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে থাকবে। এ ধরনের উদ্যোগ নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে।” তিনি আরও বলেন, “উত্তরা ১০নং সেক্টরের বনায়ন কর্মসূচিতে আমরা ইতিমধ্যে সমন্বিতভাবে সহযোগিতা প্রদান করেছি এবং প্রয়োজন পড়লে উত্তরা সিটি কর্পোরেশনের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশ নেব।”
র্যালিতে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান, যিনি পরিচ্ছন্নতা সচেতনতায় পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, উত্তরা ১০নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির আহ্বায়ক ও প্রশাসক সহায়ক উপ-কমিটির সদস্য লে. কর্নেল মোহাম্মদ ইরশাদ (অবঃ) র্যালির শুরুতে স্বাগত বক্তব্য দেন। তিনি সোসাইটির পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরিচ্ছন্নতা ও বনায়ন কর্মসূচিতে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন।
র্যালিতে স্থানীয় মানুষ ও স্বেচ্ছাসেবীরা অংশ নিয়ে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে স্লোগান প্রদান ও সচেতনতামূলক প্রচারণা চালায়। এই ধরনের কর্মসূচি এলাকায় স্বাস্থ্যবান্ধব ও সুন্দর পরিবেশ গড়ে তোলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
উত্তরা ১০নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।