মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ইরানের সঙ্গে কোনো আলোচনা করছেন না এবং দেশটিকে কোনো প্রস্তাবও দেননি। স্থানীয় সময় সোমবার (৩০শে জুন,২০২৫) সকালে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, “আমরা ইতোমধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছি।”
সম্প্রতি কিছু গণমাধ্যমে দাবি উঠেছিল, ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য ৩০ বিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব বিবেচনা করছে। তবে ট্রাম্প একে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে বলেন, “ভুয়া ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনসকে বলো, আমি ইরানকে কিছুই দিচ্ছি না।”
তিনি আরও বলেন, “আমি ওবামা নই, যে ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছিল। আমি তাদের সঙ্গে কোনো কথাবার্তা বলছি না।”
এদিকে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস ট্রাম্পের দাবিকে “সময়পূর্ব ও অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “গোয়েন্দা তথ্য রাজনীতির হাতিয়ার হওয়া উচিত নয়। পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে আরও বিশদ ও নির্ভরযোগ্য তথ্য দরকার।”
২০১৮ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরান পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) থেকে প্রত্যাহার করেন এবং চুক্তিকে ‘অর্থের লাইফলাইন’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন।