বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

স্বর্ণের খনি ধসে নিহত ১১ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৩০ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উত্তরাঞ্চলে একটি ঐতিহাসিক স্বর্ণের খনি আংশিক ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও সাত জন।

সুদানের রাষ্ট্রীয় খনি কোম্পানি রোববার (২৯ জুন) এক বিবৃতিতে সুদানের খনিজ সম্পদ কোম্পানি (এসএমআরসি) জানিয়েছে, উত্তরপূর্বাঞ্চলীয় লোহিত সাগরের কাছে অবস্থিত রাজ্যের আতবারা এবং হাইয়া শহরের মধ্যবর্তী হাওয়েদের প্রত্যন্ত মরুভূমি অঞ্চলে ‘কির্শ আল-ফিল খনিতে’ ধসে ঘটনা ঘটেছে। এই অঞ্চলটি এসএএফ বাহিনী নিয়ন্ত্রণ করছে। এ ঘটনায় আহত আরও সাতজনকে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

রাষ্ট্রীয় কোম্পানি এসএমআরসি পূর্বেই এই খনিতে কাজ করার ক্ষেত্রে সতর্কতা আরোপ করেছিল। কারণ এখানে মৃত্যুর ঝুঁকি রয়েছে।

এদিকে সরকারি ও এনজিও সূত্র জানিয়েছে, আরব আমিরাতের দ্বারা এই অঞ্চলের স্বর্ণ বাণিজ্য পরিচালিত হয়। যার বিনিময়ে তারা আরএসএফকে অস্ত্র সরবরাহ করছে। যদিও বিষয়টি আরব আমিরাত অস্বীকার করেছে।

প্রসঙ্গত, ২০২৩ সালেও এ ধরনের একটি ঘটনা ঘটে। যাতে ১৪ জন নিহত হয়। এছাড়া ২০২১ সালে খনি দুর্ঘটনায় দেশটিতে আরও ৩৮ জন মানুষ নিহত হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102