বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

‘মার্চ টু এনবিআর’ স্থগিত, আলোচনায় অর্থ উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৯ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনের উপায় খুঁজতে আজ বিকালে আন্দোলনরত এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তবে ওই বৈঠকে থাকছেন না এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আর বৈঠকের উদ্যোগ নেওয়ায় মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐক্য পরিষদের এক কর্মকর্তা দুপুরে বলেন, ‘আমরা দূর-দূরান্ত থেকে কর্মকর্তাদের আসতে নিষেধ করছি। যেহেতু উপদেষ্টা আমাদের সঙ্গে বসতে সম্মত হয়েছেন। মার্চ টু এনবিআর স্থগিত করছি। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে।’

বৈঠকে এনবিআর চেয়ারম্যান থাকবেন না জানিয়ে তিনি বলেন, উনি উপদেষ্টার সঙ্গে বৈঠকে থাকবেন না। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকটি আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে পরিষদের ২০ জন সদস্য উপস্থিত থাকবেন।’

এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারে দাবিতে প্রতিষ্ঠানটিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ চলছে।

এর অংশ হিসেবে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরে পণ্য খালাস ও জাহাজে তুলতে না পারায় আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। কেবল বৈদেশিক যাত্রীসেবা চালু রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102