রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরে অবস্থিত হোটেল ‘মিলিনা’ জোরপূর্বক দখল করার চেষ্টা চালানোর সময় র্যাব-১ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে। শনিবার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১ এর মেজর আহনাছ জানান, শফিক মোল্লার নেতৃত্বে প্রায় ২৪ সদস্যের একটি দল মোটরসাইকেলে হোটেলে হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল হোটেল মালিক আনোয়ার হোসেনের সঙ্গে পুরোনো ব্যবসায়িক বিরোধের জের ধরে ওই হোটেলটি জোরপূর্বক দখল করা।
তিনি বলেন, “আমাদের গোয়েন্দা সদস্যরা ঘটনাস্থল থেকে দূর থেকে ছবি তুলছিলেন। হামলাকারীরা তাদের ঘিরে ফেলে ছবি তোলার পথে বাধা প্রদান করে। এরপর দ্রুত র্যাবের টহল দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে উত্তরা পূর্ব থানার পুলিশও সেখানে উপস্থিত হয়ে সহযোগিতা করে।”
আটককৃতদের মধ্যে রয়েছেন সাজ্জাদ হোসেন (২৮), শফিক মোল্লা (৩০), আরিফুল ইসলাম (৩০), তন্ময় হোসেন শাওন (২৭), রবিউল ইসলাম (২৫), আনোয়ার হোসেন আশিক (২৭), সাইফুল ইসলাম সাগর (২৭), জালাল খান (৩০) ও আমির (২১)।
র্যাব জানায়, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় উত্তরা এলাকার সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ব্যবস্থা গ্রহণে সন্তোষ ব্যক্ত করেছেন।