বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

তিতাস গ্যাস ছাড়ছে ২৮৩ কোটি টাকার শেয়ার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৯ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের শেয়ারহোল্ডার সরকার তথা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের অনুকূলে নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারের মোট পরিমাণ প্রায় ২৮২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৬৯৫ টাকা, যা রূপান্তর করা হবে ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি শেয়ারে।

রোববার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বরাবর পাঠানো এক মূল্যসংবেদনশীল তথ্য বিবরণীতে এ তথ্য জানায় কোম্পানিটি।

প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ও ফেস ভ্যালু সমান—১০ টাকা, যা নির্দেশ করে যে এগুলো কোনো প্রিমিয়াম বা ডিসকাউন্ট ছাড়া ইস্যু করা হচ্ছে।

তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শেয়ারগুলো নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, অর্থাৎ যদি কোনো অর্থবছরে লভ্যাংশ প্রদান না করা হয়, সেটি পরবর্তী বছরে বহন করা হবে না। এ ধরনের শেয়ার সাধারণত কোম্পানির মূলধন কাঠামো শক্তিশালী করার জন্য এবং সরকারের বিনিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ইস্যু করা হয়ে থাকে।

এই সিদ্ধান্ত কোম্পানির পরিচালনা পর্ষদের সাম্প্রতিক এক বৈঠকে গৃহীত হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, সরকারি বিনিয়োগের বিপরীতে প্রেফারেন্স শেয়ার ইস্যু সরকারের সঙ্গে রাষ্ট্রীয় কোম্পানিগুলোর আর্থিক সম্পর্কের একটি কাঠামোগত ও দায়বদ্ধতামূলক রূপ। এর মাধ্যমে মূলধন পুনর্গঠন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয়।

বর্তমানে তিতাস গ্যাস বাংলাদেশের বৃহত্তম গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান, যা গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প খাতে গ্যাস সরবরাহ করে থাকে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102