রাজধানীর উত্তরা আজমপুর মোড়ে গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন পথচারী। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একটি বেপরোয়া গতির ট্রাক সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে গেলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, আজমপুর মোড় এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা তিন ব্যক্তির ওপর হঠাৎ করে একটি ট্রাক উঠে যায়। ঘটনাস্থলেই দুজন পুরুষ নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই দুর্ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের মাঝে তীব্র শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বলছেন, আজমপুর মোড় এলাকায় রাতের বেলায় ভারী যানবাহনের বেপরোয়া চলাচল প্রায়শই প্রাণঘাতী হয়ে দাঁড়াচ্ছে। দুর্ঘটনাস্থলে পড়ে থাকা রক্তাক্ত দেহ ও থমথমে পরিবেশ যেন নিঃশব্দে চিৎকার করে বলছে—নিরাপদ সড়কের দাবি আর কত প্রাণ গেলে বাস্তবায়িত হবে?