বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের জনসমুদ্র

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৮ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। চরমোনাই পীর ও দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে দেশজুড়ে থেকে আগত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সমাবেশস্থলের বিস্তৃতি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকা—রমনা পার্ক, মৎস্য ভবন, শাহবাগ ও টিএসসি মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। সকাল থেকেই মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানীর কেন্দ্রীয় এই অঞ্চল।

‘সংবিধান সংস্কার’, ‘গণহত্যার বিচার’ ও ‘প্রতিনিধিত্বমূলক নির্বাচন (পিআর পদ্ধতি)’–এই তিনটি দাবিকে সামনে রেখে আয়োজিত মহাসমাবেশের প্রথম পর্ব শুরু হয় সকাল ১০টায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এতে বক্তব্য রাখেন বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

দুপুর ২টায় শুরু হয় মূল পর্ব, যাতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। মহাসমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে আসা অনেক নেতাকর্মী জানান, টিএসসি সংলগ্ন গেট বন্ধ থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে সামগ্রিকভাবে তারা শক্তিশালী উপস্থিতি ও দাবির মাধ্যমে রাজনৈতিক বার্তা দিতে পেরেছেন বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102