রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

মাধবদীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৮ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৭ জুন) বিকেল ৪টায় মাধবদী এসপি স্কুল মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আয়োজনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ইব্রাহীম ভূঁইয়া। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমার জীবনের প্রথম ভোট আমি বিএনপিকে দিয়েছিলাম।

৪৬ বছর পর আমি কি আপনাদের কাছে একটি ভোট চাইতে পারি না? তাহলে আপনাদের সাথে কিসের বন্ধুত্ব! এবার আমাদের দাড়িপাল্লায় আপনাদের ভোট দিবেন।” তিনি আরও বলেন এসমাজ ভাংতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আগামী দিনের ভোর হবে কুরআনময় ভোর। অনুষ্ঠানের শেষাংশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখা আমীর মাওলানা মোছলেহ উদ্দীন।

এসময় মাধবদী শহর শাখার সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন ভূইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল জব্বার, মাধবদী শহর আমীর আমিনুল হক, নরসিংদী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জামাল উদ্দিন, শিল্পপতি ও জামায়াত নেতা গিয়াস উদ্দিন মিয়া, মাধবদী থানা সেক্রেটারি জাফর উল্লাহ খান বাবুল এবং নরসিংদী জেলা কর্মপরিষদ সদস্য মাহফুজ ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলা শাখার সেক্রেটারী তাওহীদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী পৌরসভা শাখার জয়েন্ট সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, অফিস সম্পাদক মোঃ ইসমাইল হোসবা

ছাত্রশিবিরের মাধবদী থানা শাখার সভাপতি তাজুল ইসলাম সোহাগ, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ ইয়াহইয়া, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ সাদেকুর রহমান সুমন, ৬নং ওয়ার্ড সভাপতি আবু সাইদ ভূইয়াপ্রমূখ।

এসময় অনুষ্ঠানে বক্তারা আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102