সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

টঙ্গীতে মরহুম আব্দুল জলিলের স্মরণে দোয়া ও আলোচনা সভা

কালিমুল্লাহ ইকবাল, গাজীপুর সংবাদদাতা
  • আপডেট টাইম: শনিবার, ২৮ জুন, ২০২৫

শ্রমিক রাজনীতির এক নিবেদিত প্রাণ, টঙ্গী পূর্ব থানা শ্রমিক দলের সদস্য সচিব মরহুম আব্দুল জলিল-এর রূহের মাগফিরাত কামনায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুরে টঙ্গীর মিরাশপাড়া জাবালে নূর মসজিদে এই আয়োজনে এলাকার রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এতে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা শ্রমিক দলের আহ্বায়ক এস. এম. জাহাঙ্গীর হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি

আলহাজ্ব সরাফত হোসেন। আব্দুল মোমেন সদস্য সচিব, গাজীপুর মহানগর শ্রমিক দল, ইসমাইল সিকদার বসু, জসিম উদ্দিন দেওয়ান, হারেজ মৃধা, বিল্লাল হোসেন সানি, এডভোকেট শহিদুল ইসলাম, মনির হোসেন, ওমর ফারুক সোহেল, বেলায়েত চৌধুরী,বদর উদ্দিন বদু, মিজানুর রহমান, আলাউদ্দিন প্রধান, মোঃ মোমেন শাহাবুদ্দিন বেপারী, আবু তাহের, আল আমিন, ইউসুফ এবং মোহাম্মদ রফিক

এছাড়াও, টঙ্গী পূর্ব থানার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা স্মরণসভায় অংশগ্রহণ করেন।

বক্তারা আবেগঘন কণ্ঠে স্মরণ করেন মরহুম আব্দুল জলিলের আত্মত্যাগ, নিষ্ঠা, ও রাজনৈতিক নিষ্কলুষ ভূমিকা। তাঁর শ্রমিকবান্ধব চিন্তাধারা, সাংগঠনিক দক্ষতা ও মানবিক মূল্যবোধের প্রশংসা করে বক্তারা বলেন—
“তিনি ছিলেন এক নির্ভরযোগ্য, পরিশ্রমী ও আদর্শবান সংগঠক, যাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।”

এই আয়োজনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে তাঁর জীবনের অবদান স্মরণ করা হয়, যা উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সবাই তাঁর আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌসের দোয়া করেন। মরহুম আব্দুল জলিল ২০২৫ সালের ১ জুন, রবিবার ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে টঙ্গী রাজনৈতিক অঙ্গনে এক অভিজ্ঞ, দক্ষ ও সৎ নেতার অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102