রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী, সাজ্জাদ হোসেন ও ইয়াসির আরাফাত, কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। প্রবেশপত্র না পেয়ে প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে মানবিক বিবেচনায় সহযোগিতা চেয়েছেন।
শুক্রবার বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরে কলেজের প্রধান ফটকে সংবাদ সম্মেলন করে তারা বলেন, যথাসময়ে ফি পরিশোধ ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও কলেজ প্রশাসনের গাফিলতিতে তাদের প্রবেশপত্র হাতে আসেনি।
সাজ্জাদ হোসেন বলেন, “মায়ের অসুস্থতার কারণে এক শিক্ষার্থীর পরীক্ষায় না বসা নিয়ে প্রধান উপদেষ্টা স্যার মানবিক বার্তা দিয়েছেন। আমরা চাই, আমাদের বিষয়টিও যেন স্যার মানবিক দৃষ্টিতে দেখেন।”
অন্য শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন, “আগামী দুই দিন ছুটি রয়েছে। এর মধ্যেই যদি আমাদের প্রবেশপত্র দেওয়া হয়, তাহলে আমরা বাকি পরীক্ষাগুলো দিতে পারব।”
সংবাদ সম্মেলনে ইয়াসিরের মা বিলকিস বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলের বছরটা যেন নষ্ট না হয়, সরকার চাইলে এখনো ওর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে।”
জানা গেছে, গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর প্রতিষ্ঠানটির এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা এখনও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়নি। তারা চাইছেন, রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারকের সহানুভূতি ও কার্যকর হস্তক্ষেপে যেন বাকি পরীক্ষাগুলোতে অংশগ্রহণের সুযোগ পান।