রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

প্রকৃতির পাঠে অতীশ দীপঙ্করের জার্নালিজমের শিক্ষার্থীরা

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২৮ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনে অংশ নিলেন এক ব্যতিক্রমী শিক্ষা সফরে। ২৭ জুন শুক্রবার আয়োজিত এই ফিল্ড ট্রিপের লক্ষ্য ছিল প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া।

সফরে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন বিভাগের কো-অর্ডিনেটর জুবায়ের আহমেদ এবং প্রভাষক কেয়া বোস। তাঁরা জানান, পাঠ্যবইয়ের বাইরে প্রকৃতিকে উপলব্ধির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা এবং সৃজনশীল ভাবনার জগৎ বিস্তৃত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

শিক্ষার্থীরা প্রাণী ও উদ্ভিদের নিবিড় পর্যবেক্ষণ করেন, বিশেষ করে দেশীয় ও বিলুপ্তপ্রায় প্রজাতিগুলো সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। শিক্ষার্থী শান্ত খান বলেন, “বই বা টিভিতে দেখা প্রাণীগুলোকে কাছ থেকে দেখে ভালো লাগছে। বুঝতে পারছি—এদের রক্ষা করা আমাদের দায়িত্ব।”

চিড়িয়াখানায় ঘুরতে আসা এক শিক্ষাবিদ মন্তব্য করেন, “বইয়ে দেখা আর বাস্তবে দেখার মধ্যে পার্থক্য আছে। বাস্তব অভিজ্ঞতা শিশু-কিশোরদের সংরক্ষণ ও সচেতনতার পাঠ শেখায়।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার পরিধি বাড়াতে পারে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন শুধুই বিনোদনের স্থান নয়—এটি পরিবেশ শিক্ষা ও জীববৈচিত্র্য অনুধাবনের এক উন্মুক্ত শ্রেণিকক্ষ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102