ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের সংঘর্ষে নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের সম্মানে তেহরানে অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় জানাজা। রাজধানীর কেন্দ্রস্থলে আয়োজিত এই বিশাল আয়োজনে অংশ নিতে হাজারো মানুষ সমবেত হয়, সৃষ্টি হয় জনস্রোত।
ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, লাল, সাদা ও সবুজ জাতীয় পতাকায় মোড়ানো কফিনগুলোর প্রতি শ্রদ্ধা জানাতে আবেগঘন পরিবেশ তৈরি হয়। পটভূমিতে বাজানো হচ্ছিল দেশপ্রেমমূলক সঙ্গীত। জানাজায় উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, যিনি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
জানাজার মঞ্চে প্রদর্শিত হয় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ অন্যান্য নিহত সামরিক কর্মকর্তার ছবি। অনেক অংশগ্রহণকারী আয়াতুল্লাহ আলি খামেনির ছবি বহন করেন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন।
তাসনিম নিউজের তথ্য মতে, ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানা হয়। এতে ৬০০-রও বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক।
এএফপি জানায়, রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে ৬০ জনের জন্য আনুষ্ঠানিক শেষকৃত্যানুষ্ঠান শুরু করেছে ইরান। রাষ্ট্রীয়ভাবে শহীদদের সম্মান জানাতে এই আয়োজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।