রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

করিডোর ঠেকাতে মাঠে বামপন্থিরা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে “সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ”-এর ব্যানারে বামপন্থি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে দুই দিনের ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ শুরু হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

দুদিনব্যাপী এই রোড মার্চের প্রথম দিনে নেতাকর্মীরা সোনারগাঁও ও কুমিল্লা হয়ে বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে সমাবেশ করেন। দ্বিতীয় দিনে ফেনী শহীদ মিনারে সমাবেশ করে মীরসরাই হয়ে বিকেল ৫টায় চট্টগ্রাম কাস্টমস হাউজে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

কর্মসূচি শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স রোড মার্চের চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে না দেওয়া; রাখাইন করিডোর প্রকল্প বাতিল; স্টারলিংক, সমরাস্ত্র কারখানা ও করিডোরের মাধ্যমে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর চেষ্টা বন্ধ; এবং মার্কিন-ভারতসহ সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে স্বাক্ষরিত সব গোপন চুক্তি প্রকাশ ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল।

রুহিন হোসেন প্রিন্স বলেন, “চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনীতির হৃৎপিণ্ড। আমরা চাই, সরকারের নীতিগত অবস্থানে পরিবর্তন আসুক। শান্তিপূর্ণ রোড মার্চের মধ্য দিয়ে বার্তা দিতে চাই। তবে সরকার সাড়া না দিলে চট্টগ্রাম সমাবেশ থেকেই বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

সমাবেশে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, অর্থনীতিবিদ এমএম আকাশ, উদীচী’র জামসেদ আনোয়ার তপন, নারী মুক্তি কেন্দ্রের সীমা দত্তসহ বিভিন্ন বাম রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102