বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১:০০ অপরাহ্ন

মার্কিন হামলার বৈধতা চ্যালেঞ্জ করল ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার পক্ষে জাতিসংঘে উপস্থাপিত ব্যাখ্যার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মহাসচিব ও সভাপতির কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এই ব্যাখ্যাকে “আইনিভাবে ভিত্তিহীন” ও “জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন” হিসেবে অভিহিত করেন।

চিঠিতে ইরান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অপব্যাখ্যা বলেও দাবি করে। ইরাভানি বলেন, “আত্মরক্ষার নামে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের হত্যা”।

তেহরান আরও দাবি করে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-এর সাধারণ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী, শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় যেকোনো হামলা বা হুমকি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং IAEA-এর যাচাই প্রক্রিয়াকে অবমূল্যায়ন করে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাসও হামলার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “শতভাগ বৈধ বলা যায় না। আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যেই এমন পদক্ষেপের ব্যাখ্যা দিতে হয়।”

যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা ও ইরানের কূটনৈতিক প্রতিবাদের প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদে এই ইস্যু ঘিরে আলোচনা তীব্র আকার ধারণ করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102