বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

ব্রিটেনের কোয়ান্টামে বড়সড় বিনিয়োগ

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত করতে কোয়ান্টাম কম্পিউটিং-এ ৫০ কোটি পাউন্ড বা প্রায় ৬৩ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। কোয়ান্টাম ফিজিক্সভিত্তিক এই উদীয়মান প্রযুক্তিকে ঘিরে ব্রিটেনের উচ্চাকাঙ্ক্ষা এখন অনেকটাই পরিষ্কার। অর্থাৎ বিশ্বের শীর্ষ কোয়ান্টাম শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা।

বিশেষজ্ঞদের মতে, কোয়ান্টাম কম্পিউটিং কেবল দ্রুততর গণনার সম্ভাবনাই নয়। বরং জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, চিকিৎসা ও পরিবহন ব্যবস্থাতেও আমূল পরিবর্তন আনবে। এর মাধ্যমে সুপার কম্পিউটারের চেয়েও শক্তিশালী বিশ্লেষণ, সাইবার নিরাপত্তায় অপ্রতিরোধ্য এনক্রিপশন, মানবদেহের ভেতরের নিখুঁত চিত্রায়ন, এমনকি নতুন ধরনের ওষুধ উদ্ভাবনের পথ খুলবে।

ইনস্টিটিউট অব ফিজিক্সের প্রধান নির্বাহী টম গ্রিনিয়ার বলেন, ‘কোয়ান্টাম প্রযুক্তি মানবজাতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা ইন্টারনেটের মতোই একটি যুগান্তকারী আবিষ্কার হয়ে উঠবে।’ ২০২৩ সালে কনজারভেটিভ সরকার ১০ বছরে ২৫০ কোটি পাউন্ড বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও তা বাস্তবায়ন নিয়ে ছিল প্রশ্ন। তবে নতুন লেবার সরকার ক্ষমতায় আসার পর সেই পরিকল্পনার পর্যালোচনা শেষে আবারও এগিয়ে এসেছে নতুন অঙ্গীকার নিয়ে।

অক্সফোর্ড কোয়ান্টাম সার্কিটসের অন্তর্বর্তী প্রধান নির্বাহী জেরাল্ড মুল্যালি বলছেন, ‘জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নিজস্ব কোয়ান্টাম সক্ষমতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102