বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

নোংরামি সত্ত্বেও ভদ্রতার লাইন ক্রস করিনি: আসিফ মাহমুদ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চলমান আন্দোলন ও মন্তব্য বিতর্ক নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “ঢাকা দক্ষিণের ভোটারদের আন্দোলনকে কেন্দ্র করে আপত্তিকর মন্তব্য করায় আসিফ মাহমুদ সজীবকে নগরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।”

এর কিছু সময় পরই নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ সজীব পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি লেখেন, “আমার ছবিতে জুতা মারার জন্য কেউ কি ক্ষমা চেয়েছে? গুজবের ভিত্তিতে আমার পিতাকে ‘চালচোর’ বলার জন্য কেউ কি দুঃখপ্রকাশ করেছে?”

তিনি আরও লেখেন, “নগর ভবন দখলের নামে সংঘর্ষ, আহত নেতাকর্মী, নগরবাসীর ভোগান্তি—এসব নিয়ে কেউ কি একবারও দুঃখ প্রকাশ করেছে?” নিজের বক্তব্যে তিনি দাবি করেন, আন্দোলনটি কয়েকজন নেতার প্ররোচনায় সংগঠিত হয়েছে এবং ইশরাক হোসেন নিজেও বিষয়টি জানেন ও স্বীকার করেছেন।

সজীব লেখেন, “আমি ব্যক্তিগত আক্রমণে যাইনি। ধৈর্য ধরেছি, সম্মান রেখেছি। কিন্তু সত্য বলায় আমাকে এখন ক্ষমা চাইতে বলা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102