ঢাকা-১৮ আসন ঘিরে জাতীয় নির্বাচনের প্রাক্কালে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। বিএনপি নেতাকর্মীরা ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ
সম্প্রতি এক সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে স্থানীয় এক নেতা বলেন, “আমি আমার বক্তব্য থেকে এক চুলও বিচ্যুত হইনি এবং হবো না ইনশাআল্লাহ। দেশের জনগণ দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের অধীনে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তবে আমরা ছাত্র জনতার জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছি।”
তিনি আরও বলেন, “এখন জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।”
তিনি জানান, বিএনপির ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করা হবে। দলীয় প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দল যে সিদ্ধান্ত নেবে, আমরা তা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করব। নমিনেশনে সততা ও পরিচ্ছন্নতা অগ্রাধিকার পাবে বলেই আমরা বিশ্বাস করি।”
এছাড়া, ঢাকা-১৮ আসনকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত করে নাগরিকবান্ধব একটি আধুনিক ও নিরাপদ আবাসস্থল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।