বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যেই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।
মঙ্গলবার (৩রা জুন,২০২৫) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম চালানোর সুযোগ পাওয়ার পর জামায়াতের পক্ষ থেকে জাতীয় নির্বাচন নিয়ে এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক অবস্থান।
ডা. শফিকুর রহমান বলেন, “জীবন বাজি রেখে যারা দেশে পরিবর্তনের জন্য লড়াই করেছেন, তাঁদের লক্ষ্য ছিল ফ্যাসিজমের অবসান। আজ ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও ফ্যাসিজম এখনো জাতির ঘাড়ে চেপে বসে আছে। এ অন্ধকার থেকে উত্তরণের একমাত্র পথ গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচন।” তিনি আরও বলেন, “একটি দায়বদ্ধ ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো সরকার প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। অতীতেও জামায়াতে ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আগামীতেও তা অব্যাহত থাকবে।”
সংবাদ সম্মেলনে জামায়াত নেতাদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রদূত ও রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।