বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিল্পকারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে: পরিবেশ, বন উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৫ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে। এছাড়াও নদী দূষণ নিয়ন্ত্রণে এবং শিল্পকারখানায় ব্যবহৃত পানি রিইউজ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (২৪শে মে,২০২৫) গাজীপুর শহরের পিটিআই অডিটোরিয়ামে নদী ও জলাভূমি সিম্পোজিয়াম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

উপদেষ্টা আরও বলেছেন, ঢাকার ৪টি নদী দূষণমুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সবার আগে তুরাগ নদীর পুনরুদ্ধার শুরু হবে। তিনি আরও বলেন, গাছা খাল, লবণদহ, পুকুর উদ্ধার ও ৮ আগস্টের পর দখল হওয়া ও ঝামেলা কম এমন দখল হওয়া বনভূমি উদ্ধার, এই কয়েকটি কাজ আমরা আগে শেষ করবো। এছাড়াও ৫ই আগস্টের পর যে সকল বনভূমি দখল হয়েছে এবং আইনী ঝামেলা নাই সেগুলোকে আগে উচ্ছেদ করা হবে। তবে এ কাজ গুলো সোজা নয় বলেও মন্তব্য করেছেন। কারণ এর সঙ্গে প্রভাবশালীদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থও জড়িত। 

বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন এসময় নদী ও জলাভূমি সিম্পোজিয়াম থেকে ১৬টি প্রস্তাবনা তুলে ধরেন। এগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা প্রকৌশল ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষেরে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102