আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৫শে মে, ২০২৫) নিজের ফেসবুক পেজে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
ভিডিও বার্তায় তিনিও আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে দেখা করে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের সুস্পষ্ট দিনখন ঘোষণার দাবি জানিয়েছে। আর বিএনপির দাবি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তী সরকার প্রধানের নেতৃত্বে অবিলম্বে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। আজকে এনপিপির এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এই আশাবাদ ব্যক্ত করছি বলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।