পদ্মা সেতুর দক্ষিণ এলাকায় নিজেকে ভুয়া র্যাব দাবি করা এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ বুধবার (২১শে মে,২০২৫) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের পাচ্চর মোল্লা বাজার সংলগ্ন আন্ডারপাসে এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশসূত্রে জানা গেছে, শিবচরে পুলিশ চ্যাকপোস্টে ডিউটিরত পুলিশ অফিসার একটি মাইক্রোবাসকে সিগন্যাল দিলে গাড়ি থেকে কোমরে পিস্তল ও হাতে একটি ওয়াটকি নিয়ে বের হন এক ব্যক্তি। নিজেকে র্যাবের সদস্য ও গাড়িতে আসামী রয়েছে বলে জানান। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ সদস্যরা পরচিয়পত্র যাচাই করেন। প্রাথমিক পর্যায়ে ভুয়া মনে হলে তাকে আটক করা হয়। এই অবস্থায় মাইক্রোবাসে থাকা বাকি লোকজন দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়।
জিজ্ঞাসার একপর্যায়ে অপরাধ স্বীকার করে বলেন, সেনাবাহিনী থেকে তিনি পূর্বে বরখাস্ত হয়েছেন এবং বর্তমানে কোনো সরকারি বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
পুলিশ জানায়, পালিয়ে যাওয়া মাইক্রোবাসে আরও পাঁচজন ব্যক্তি ছিলেন- জুয়েল (৩৮), ড্রাইভার রাসেল (৪০), হাসান (২৮), জাহাঙ্গীর (৩৫) ও রফিকুল (২৮)। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকি-টকি, দুটি ভুয়া আইডি কার্ড, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।