বুধবার, ২৫ জুন ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

জরায়ু পরিচ্ছন্ন রাখে স্বাস্থ্যকর এই পানি

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

নারীদের স্বাস্থ্য ভালো রাখার জন্য জরায়ুকে ভালো রাখা দরকার। বর্তমান সময়ে পিসিওডি বা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মতো রোগের হার প্রতিনিয়ত বাড়ছে। এতে হরমোনের ভারসম্য নষ্ট হচ্ছে।

কী ভাবে বানাবেন?

উপকরণ

 

এক কাপ পানি

 

আধ চা চামচ জিরা

আধ চা চামচ জোয়ান

আধ চা চামচ আদাকুচি

আধ চা চামচ ঘি

প্রণালী: কড়াইয়ে ঘি গরম করে তার মধ্যে জিরা, জোয়ান এবং আদাকুচি ভালোভাবে ভেজে নিন। সোনালি রং ধরলে তার মধ্যে ঢেলে দিন এক কাপ পানি। পানি ফুটে গেলে আঁচ মাঝারি করে ততক্ষণ রেখে দিন, যতক্ষণ না পানির পরিমাণ কমে অর্ধেক হচ্ছে। তারপরে আঁচ বন্ধ করে ছেঁকে নিন। ঈষদোষ্ণ অবস্থাতেই পান করুন।

কখন খাবেন?

দিনে একবার এই পানীয় খাওয়া যেতে পারে। তবে খালি পেটে খাওয়াই ভালো।

কী কী উপকার?

১। অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা থাকলে এবং ঋতুস্রাব কম হলে।

২। ডিম্বাশয়ে সিস্টের সমস্যা থাকলে।

৩। পেট ফাঁপা, হজমের সমস্যা থাকলে

৪। হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে শরীরে বিষাক্ত পদার্থ জমলে।

৫। প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে চাইলে এই পানীয় উপকারী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102