“নারীর ডাকে মৈত্রী যাত্রা” ব্যানারে আত্মস্বীকৃত পতিতাদের অনতিবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
গতকাল রবিবার (১৮ই মে,২০২৫) বিকেল ৫টায় রাজধানী উত্তরের ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তাদের এহেন ঔদ্ধত্যপূর্ণ কার্যক্রম এদেশের সর্বস্তরের মানুষকে হতভম্ভ করেছে। এদেশে কোটি কোটি নারীদেরকে অপমানিত করেছে। আমাদের সম্মানিতা মা-বোনদেরকে চরমভাবে ট্রমায় ফেলেছে। কিছু বিকৃত মস্তিস্কের কুরুচিপূর্ণ অন্ধকার জগতের কীট আমাদের সম্মানিতা নারী জাতিকে কলঙ্কিত করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী পতিতাবৃত্তি দন্ডনীয় অপরাধ। তাই তাদেরকে দেশের আইন অনুযায়ী গ্রেফতার করে বিচার করতে হবে। তা না হলে দেখা যাবে চোর ডাকাতও তাদের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নামছে। তারাও তাদের পেশার স্বীকৃতি চাইবে।
এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি আরমান প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ মে ‘২৫ রাজধানীতে “নারীর ডাকে মৈত্রী যাত্রা” ব্যানারে একটি মিছিল বের করা হয়। সেখানে বিকৃত মস্তিস্কের সমাজ বিচ্ছিন্ন কিছু মানুষ অংশ নেয়। তারা অশ্লীল, অসভ্য পোষাকে নিজেদেরকে বেশ্যা বলে শ্লোগান দিতে দেখা যায়।