সোমবার, ২৩ জুন ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

এনবিআর বিলুপ্তি একটি কসমেটিক সংস্কার : মঈন খান

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্পর্কিত মূল সমস্যা দুর্নীতি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ‘এনবিআর বিলুপ্তি করা এটি একটি কসমেটিক সংস্কার।’ বুধবার (১৪ মে) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বিশ্বব্যাংক এবং আইএমএফ বাংলাদেশের অর্থনীতির অনানুষ্ঠানিক প্রকৃতি সব সময় ঠিক বুঝতে পারে না বলেও মন্তব্য করেন ড. আবদুল মঈন খান।তিনি বলেন, ‘এর ফলে তাদের টেক্সট বুক প্রেসক্রিপশনগুলোর তাত্ত্বিক শক্ত ভিত্তি থাকলেও এগুলো আমাদের আর্থিক ব্যবস্থার মূল সমস্যার কোনো বাস্তব সমাধান প্রদান করতে পারবে না।’বিএনপির এই নেতা বলেন, ‘এনবিআর সম্পর্কিত আমাদের মূল সমস্যা হলো দুর্নীতি। সে ক্ষেত্রে কেবল সাইন বোর্ডের পরিবর্তন অথবা রিব্র্যান্ডিং দেশের গুরুতর অসুস্থকর অবকাঠামোতে কোনো বাস্তব পরিবর্তন আনবে না। এমনকি এনবিআরের সংশ্লিষ্ট কর্মীদের কাছে অর্থ উপদেষ্টা নিজেই আশ্বাস দিয়েছেন, তারা এই পরিবর্তনের দ্বারা প্রভাবিত হবে না।যদি এটাই সত্যি হয়, তাহলে পুনর্গঠনের এই ঢাক-ঢোল বাজানো কেবল একটি নিরর্থক উদ্যোগ ছাড়া আর কিছুই নয়।’ড. আবদুল মঈন খান বলেন, ‘আমাদের কর ব্যবস্থার একটি সম্পূর্ণ সংস্কার করা আসলেই প্রয়োজন।’ যেখানে বিদ্যমান এই ব্যবস্থা যতটা কর রাজস্ব সংগ্রহ করছে, তার চেয়ে অনেক বেশি কর রাজস্ব ফাঁকি দিতে সাহায্য করছে বলেও শক্ত অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন ড. আবদুল মঈন খান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102