ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। আর এ ঘটনায় একজন ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৭ই মে,২০২৫) রাত ১১টার দিকে ওই সেনার আনুষ্ঠানিকভাবে নিহতের খবর জানানো হয়। নিহত সেনার নাম দীনেশ কুমার।
ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোর বা হোয়াইট নাইট কোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, ‘হোয়াইট নাইট কোরের জিওসি ও সকল সদস্য ৫ ফিল্ড রেজিমেন্টের ল্যান্স নায়েক দিনেশ কুমারের চূড়ান্ত আত্মত্যাগকে সম্মান জানায়।
এ নিয়ে সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকদের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। তার মধ্যে ১৫ জনই বেসামরিক নাগরিক।