মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

সরকার পতনের পর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের তথ্য তলব

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৭ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

৫ই আগস্টের পর যেসকল সরকারি-বেসরকারি ও এমপিওভুক্ত স্কুল, কলেজের কর্মরত শিক্ষকদের পদত্যাগ, বরখাস্ত বা বহিষ্কার হয়েছে কিংবা অনুপস্থিতি রয়েছে তাদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) আঞ্চলিক কার্যালয়গুলোতে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সকল প্রতিষ্ঠান গুলোকে আগামী মঙ্গলবার (১৩ই মে,২০২৫) এর মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব শিক্ষক উপরোক্ত কারণে কর্মস্থল ত্যাগ করেছেন, তাদের নাম, পদবি, ইনডেক্স নম্বর, প্রতিষ্ঠানের নাম ও ইআইআইএন নম্বরসহ হার্ডকপি ও সফটকপি আকারে জমা দিতে হবে। যদি কোন প্রতিষ্ঠান এই তথ্য গুলো গোপন রাখে বা তথ্য জমা দিতে ব্যর্থ হয় তবে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে ধারণা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102