বিশিষ্ট অর্থনীতিবিদ পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাশরুর রিয়াজ বলেছেন, দেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে বিদ্যমান বিনিয়োগকারীরা কোনো রকম ঝুঁকি নিতে চাচ্ছেন না। আবার নতুন বিনিয়োগকারীরাও পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছেন। তারা একটি স্থিতিশীল পরিবেশের দিকে তাকিয়ে আছেন। এমনিতেই সামষ্টিক অর্থনীতিতে শ্লথ গতি বিদ্যমান।নতুন করে শিল্পের মূলধনি যন্ত্রপাতি আমদানি করছেন না। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মূলধনি যন্ত্রপাতি আমদানি ৩০ শতাংশ কমেছে। যা নির্দেশ করে যে, বিনিয়োগ কম হচ্ছে। আর বিনিয়োগ না হওয়ার চূড়ান্ত প্রভাব পড়বে কর্মসংস্থানের ওপর।