শুক্রবার, ০২ মে ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌমিত্র দেব আর নেই

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পঠিত

দেশের প্রখ্যাত কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌমিত্র দেব আর নেই। আজ ১৪ এপ্রিল, সোমবার ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সৌমিত্র দেব ১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেন। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন তিনি। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে।

তিনি প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন এবং দৈনিক মানবজমিনে সহকারী সম্পাদক হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি রেডটাইমস ডটকম ডট বিডির প্রধান সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তার অবদান অনস্বীকার্য। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪১টি। বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত এই কবি ‘শময়িতাদের বাড়ি’সহ বহু কাব্যগ্রন্থ রচনা করেছেন। তিনি লোকসাহিত্য গবেষণায়ও বিশেষ খ্যাতি অর্জন করেন, বিশেষত ‘মরমী কবি হাছন রাজা ও তার জীবন দর্শন’ বইটির জন্য।

চলচ্চিত্রেও তার অংশগ্রহণ ছিল। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণীজন ‘ডাকঘর’-এও অভিনয় করেন।

তার মৃত্যুতে দেশের সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। সৌমিত্র দেবের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102