গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ডেস্ক রিপোর্ট
-
আপডেট টাইম:
শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
-
১
বার পঠিত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোল্ট্রি খামারি ও পিকআপ চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া টাইলস মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, চালক রাজু মিয়া (৩৫) ও খামারি জিয়ারুল ইসলাম (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।সালনা হাইওয়ে থানার এসআই হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ঢাকায় মুরগি বিক্রি করে পিকআপ চালক রাজু মিয়া ও খামারি জিয়ারুল ফিরছিলেন। হোতাপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে পিকআপ চালক ও খামারি ঘটনাস্থলেই নিহত হন।তিনি আরও জানান, অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..