মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

ভোট না দেওয়ায় ভিজিএফের স্লিপ চাইতে যাওয়া বৃদ্ধাকে মারধর

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২২ বার পঠিত
‘তুই আমাকে ভোট দিস নাই, তোকে স্লিপ দেওয়া হবে না’ বলেই রুপভানু নামে এক বৃদ্ধাকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের অনুসারী ইউপি সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে। পরে বৃদ্ধার স্বজনরা তাকে উদ্ধার করে কুড়িগ্রামের রৌমারী হাসপাতালে ভর্তি করে

এ ঘটনায় গতকাল সোমবার (২৪ মার্চ) রুপভানু বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন। এর আগে ঘটনাটি ঘটেছে গত শুক্রবার।অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল কুমার হালদার। তিনি বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রৌমারী থানার ওসিকে নির্দেশ দেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় রোমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের জন্য ৭ হাজার ৮শ টি কার্ড বরাদ্দ করা হয়। প্রতি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণ করার কথা।এ খবর পেয়ে বাগুয়ারচর গ্রামে মৃত মাজম আলীর স্ত্রী রুপভানু একটি স্লিপের জন্য বন্দবেড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামের বাড়িতে যান। এ সময় ইউপি সদস্য বলেন, তুই আমাকে ভোট দিস নাই, তোকে স্লিপ দেওয়া হবে না। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই বৃদ্ধার ডান কানে থাপ্পড় মারেন এবং জোরে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, স্লিপ দিতে একটু দেরি হওয়ায় সে আমার বাড়িতে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাই আমি তাকে বাড়ি থেকে হাত ধরে একটু সরিয়ে দিয়েছি। আমি তাকে থাপ্পড় মারিনি।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102