রাজধানীর পূর্ব এবং পশ্চিম উভয় প্রান্তের প্রদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে কিউবার বিদ্যুতের মূল সরবরাহ লাইনে সমস্যা দেখা দিলে প্রায় এক কোটি মানুষ অন্ধকারে ডুবে যায়।
ভঙ্গুর অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক অস্থিরতার সঙ্গে লম্বা সময় ধরেই হিমশিম অবস্থা ক্যারিবিয় দেশটির। এর মধ্যে বড় ধরনের এই বিদ্যুৎ বিপর্যয়কে সরকারের ধারাবাহিক ব্যর্থতার আরেকটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে।দুই সহস্রাধিক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের
গত বছরের শেষের দিকেও দেশব্যাপী একাধিক বিদ্যুৎ বিভ্রাটের পর গ্রিড ব্যর্থতা দেখা দেয়।