মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

জাতীয় গ্রিড বিপর্যয়, বিদ্যুৎহীন কিউবার লাখ লাখ মানুষ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৬ বার পঠিত
জাতীয় গ্রিডে গোলযোগের কারণে কিউবাজুড়ে মারাত্মক বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। কিউবার জাতীয় বৈদ্যুতিক দেশটির জ্বালানি ও খনি মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী হাভানা এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাত ৮টা ১৫ মিনিট নাগাদ হাভানায় একটি বৈদ্যুতিক সাবস্টেশন ব্যর্থ হয়, যার ফলে রাজধানীসহ পশ্চিম কিউবার একটি বিশাল অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।গ্রিড মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় আনার কাজ চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী দেখেছেন, হাভানাজুড়ে আলো নেই। কেবল কয়েকটি পর্যটন হোটেল জ্বালানিচালিত জেনারেটরে চালিয়েছে। সিএনএনের একটি ভিডিওতে রাজধানী হাভানার পথঘাট ও ভবনগুলোকে অন্ধকারে ডুবে থাকতে এবং লোকজনকে বৈদ্যুতিক টর্চ নিয়ে রাস্তায় চলাফেরা করতে দেখা গেছে। দ. কোরিয়ার প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে একাধিক রুশ যুদ্ধবিমান

রাজধানীর পূর্ব এবং পশ্চিম উভয় প্রান্তের প্রদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে কিউবার বিদ্যুতের মূল সরবরাহ লাইনে সমস্যা দেখা দিলে প্রায় এক কোটি মানুষ অন্ধকারে ডুবে যায়।

ভঙ্গুর অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক অস্থিরতার সঙ্গে লম্বা সময় ধরেই হিমশিম অবস্থা ক্যারিবিয় দেশটির। এর মধ্যে বড় ধরনের এই বিদ্যুৎ বিপর্যয়কে সরকারের ধারাবাহিক ব্যর্থতার আরেকটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে।দুই সহস্রাধিক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের

গত বছরের শেষের দিকেও দেশব্যাপী একাধিক বিদ্যুৎ বিভ্রাটের পর গ্রিড ব্যর্থতা দেখা দেয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102