লক্ষ্মীপুরে খাবার হোটেল থেকে বের করে বৃদ্ধসহ কয়েক ব্যক্তিকে প্রকাশ্যে কান ধরে উঠবস করানো বণিক সমিতির সেই নেতা ক্ষমা চেয়েছেন। এক ভিডিও বার্তায় দুই ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে ক্ষমা চান তিনি। এর আগে বুধবার লাঠি হাতে রোজা না রেখে খাওয়ার অভিযোগে কয়েকজনকে কান ধরে ওঠবস করান। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই ভুক্তভোগী জানিয়েছেন, বণিক সমিতির নেতা তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন। এ ঘটনায় তাঁরা আর কোনো আইনগত ব্যবস্থা নেবেন না।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ গণমাধ্যমকে বলেন, ঘটনার প্রেক্ষিতে আজিজকে থানায় ডেকে আনা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে দুই ব্যক্তিকে আমরা থানায় এনেছি। তাঁরা আজিজের বিরুদ্ধে কোন অভিযোগ দেননি। এছাড়া অভিযুক্ত নিজেও ক্ষমা চেয়েছেন। ফলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।