আজ (রবিবার) রাত আটটায় উত্তরার জমজম টাওয়ার চৌরাস্তায় কয়েকশ’ শিক্ষার্থী এই মশাল মিছিলে অংশ নেয়। এ সময় ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী তোলেন প্রতিবাদী ছাত্র সমাজ।মশাল হাতে মিছিলে অংশ নেয়া আইইউবিএটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেরুন নিসা উত্তরা নিউজকে বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা ধর্ষিতা মা-বোনদের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। মেয়েরা কোথাও নিরাপদ নেই। ধর্ষকদের দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি না দিলে ধর্ষণ কিভাবে থামবে বলুন?
স্থানীয় কলেজ ছাত্র আকাশ আহমেদ উত্তরা নিউজকে জানায়, ধর্ষণের মতো একটা জঘন্য অপরাধ সমাজে যখন বেড়ে যায় তখন মানুষ হিসেবে খুব লজ্জা লাগে। ধর্ষকদের কঠোর বিচার হওয়া প্রয়োজন।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে মশাল মিছিলে অংশ নেয়া অপর এক ছাত্রী বলেন, শিশু আছিয়ার ঘটনা আমরা সকলেই জানি। এ ঘটনায় জড়িত অপরাধীদের জনসম্মুখে বিচার করা উচিত। যাতে এমন জঘন্য কাজ করার আগে যে কারো বুক কেঁপে ওঠে।
এর আগে বিকালে ধর্ষণে জড়িত অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে উত্তরার বিএনএস সেন্টারের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এছাড়াও বিমানবন্দর এলাকায় ধর্ষণ বিরোধী মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
এদিকে, তুরাগে আসাদুল হক নামের এক শিশু নিপীড়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে তুরাগের ভাটুলিয়া এলাকার একটি মাদ্রাসা থেকে এলাকাবাসী ও সেনাবাহিনীর সহযোগিতা তাকে গ্রেপ্তার করা হয়। সে স্থানীয় ভাটুলিয়া মহিলা মাদ্রাসার ভারপ্রাপ্ত মাদ্রাসা সুপার ছিলেন। মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযুক্ত ব্যক্তি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন হোসেনাবাদ গ্রামের মৃত মহত আলি পুত্র।
এ ব্যাপারে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহাৎ খান উত্তরা নিউজকে বলেন, তার বিরুদ্ধে বাদী হয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।