বাংলা মায়ের কোলে জন্ম
বাংলায় বেড়ে উঠে
বাংলাদেশের হাওর জলে
শাপলা নামে ফুটে ।
সবুজ রঙের মাঠে বেড়ায়
রঙিন প্রজাপতি
বাঁশির সুরে যায় ভেসে যায়
মায়ারই মনপতি।
হাসতে হাসতে চকিতে ফুল
ফোটে থোকা থোকা
ঘাসের উপর নেচে বেড়ায়
লাল নীল রঙা পোকা ।
সোনার দেশের সোনার ফসল
সবুজ মাঠে হাসে
রঙ বেরঙের হাজারও ফুল
ফোটে সবুজ ঘাসে ।
আমাদের দেশ সোনারও দেশ
রূপে অপরূপা
সবাই মিলে বাঁচবো দেশে
হই না কিষাণ ধোপা।