মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

কাব্য ‘শ্যামল বাংলা’

সুলতানা রাজিয়া আসমা
  • আপডেট টাইম: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯ বার পঠিত

বাংলা মায়ের কোলে জন্ম
বাংলায় বেড়ে উঠে
বাংলাদেশের হাওর জলে
‌ শাপলা নামে ফুটে ।

সবুজ রঙের মাঠে বেড়ায়
রঙিন প্রজাপতি
বাঁশির সুরে যায় ভেসে যায়
‌ মায়ারই মনপতি।

হাসতে হাসতে চকিতে ফুল
ফোটে থোকা থোকা
ঘাসের উপর নেচে বেড়ায়
‌‌ লাল নীল রঙা পোকা ।

সোনার দেশের সোনার ফসল
‌‌ সবুজ মাঠে হাসে
রঙ বেরঙের হাজারও ফুল
‌‌ ফোটে সবুজ ঘাসে ।

আমাদের দেশ সোনারও দেশ
‌ ‌ ‌ রূপে অপরূপা
সবাই মিলে বাঁচবো দেশে
‌‌ হই না কিষাণ ধোপা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102