পুলিশের জাল থেকে রক্ষা পেল না রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর তাণ্ডব চালানো মহিলা আওয়ামী লীগ নেত্রী রিতা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (রবিবার) সন্ধ্যায় ৭টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিতা ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত তুরাগ থানা মহিলা লীগের সভানেত্রী ছিলেন।
সন্ধ্যায় গণমাধ্যমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, আমাদের কাছে অনেক ফুটেজ আছে। উত্তরার মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে তার ব্যাপক ভূমিকা ছিল। গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরেই রিতাকে খুঁজছিলাম আমরা।
ওসি জানান, তাকে আমরা উত্তরা ৭ নম্বর সেক্টরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে একটি বাসা থেকে গ্রেপ্তার করি।
তবে, কোন মামলায় তাকে আটক করা হয়েছে? জানতে চাইলে ওসি হাফিজুর রহমান বলেন, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। আমরা যাচাই-বাছাই করে দেখছি।