বৃহত্তর উত্তরার তুরাগ ও উত্তরখান থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে তুরাগ থানার আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব ফয়সাল কবির ও মুখ্য সংগঠক হন সরদার রিয়াদ। উত্তরখান থানার অপর কমিটির আহ্বায়ক আব্দুর রাহমান নাবিল বেপারি, সদস্য সচিব ফজলে রাব্বি ও মুখ্য সংগঠক হিসেবে মোহাম্মদ বাপ্পির নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দিবারাতে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে বৃহত্তর উত্তরার অন্তর্গত এই দুই থানার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। পৃথক দুই আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দালনের ভেরিফায়েড ফেসবুক পেজে রাতেই প্রকাশ করা হয়।
উত্তরখান থানা কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহিম খান, যুগ্ম আহ্বায়ক আশফাক অয়ন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাতুল হাসান তুষার, যুগ্ম সদস্য সচিব ইসরাফিল ইসলাম বিশাল, সিকদার মেদেী হাসান তমাল, সংগঠক আব্দুল মামুন, সহ মুখপাত্র সামিয়া, সদস্য নুসরাত জাহান রিম, সৌরভ, ইয়াসিন আকাশ, জিসান মিয়া প্রমুখ।
তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন সিফাত হাসান মুন, যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহনাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবরার হানিফ, যুগ্ম সদস্য সচিব মুতাসিম বিল্লাহ, সংগঠক রাকিন আহমেদ, মুখপাত্র সামিহা তাবাসসুম, সদস্য আবির, রিয়াদ, শ্রাবন, ইউসুফ খান ফাহাদ প্রমুখ।
তুরাগ থানা নবগঠিত কমিটির আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, জুলাইয়ের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। বৈষম্যহীন সমাজ গঠনে আমরা কাজ করে যাব। কমিটির মূখ্য সংগঠক সরদার রিয়াদ বলেন, ছাত্রদের অধিকার রক্ষা ও দেশের স্বার্থরক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি।
নবগঠিত উত্তরখান থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহমান নাবিল বেপারি বলেন, নতুন কমিটির সবাইকে সঙ্গে নিয়ে আমরা জুলাই-আগস্টের শহিদ পরিবারগুলোর সাথে দেখা করেছি। উত্তরখানকে ফ্যাসিস্টমুক্ত রাখতে আমরা কাজ করে যাব।