শনিবার, ২১ জুন ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

উত্তরায় কোটা বিরোধী শিক্ষার্থীদের দখলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

কোটা সংস্কারের দাবীতে ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর সরকার দলীয় ছাত্রলীগ ক্যাডারদের নারকীয় হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরার ঢাকা-বিমানবন্দর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

আজ (মঙ্গলবার) বেলা সাড়ে বারটার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টর জমজম টাওয়ারের সামনে থেকে প্রায় হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে বের হয় বিক্ষোভ মিছিল। বেলা ১টার দিকে সোনারগাঁও জনপদ সড়ক ধরে শিক্ষার্থীদের মিছিলটি হাউসবিল্ডিং হয়ে উত্তরার আজমপুরের নওয়াব হাবিবুল্লাহ স্কুল সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অবস্থান নেয় । এ সময় শিক্ষার্থীরা ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দেয়ার একপর্যায়ে – ‘তুমি কে-আমি কে, রাজাকার-রাজাকার; কে বলেছে-কে বলেছে? স্বৈরাচার-স্বৈরাচার, চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে।

গলায় আইডি কার্ড ঝুলানো নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, কোটা সংস্কারের দাবীতে আমাদের আন্দোলন যৌক্তিক। সরকারি চাকরিতে ৫৬% যদি কোটাধারীদের জন্যই বরাদ্দ থাকে তাহলে আর মেধাবীদের কি হবে। দেশের সব মানুষ তো আর কোটার সুবিধাটা পায় না- তাই না?

এক ছাত্র জানায়, আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে। পরীক্ষার হল থেকে আমরা উঠে এসেছি এখানে। কোটা সংস্কারের প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো অপর এক ছাত্রী জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতরাতে কি হয়েছে সেটা আমরা সবাই দেখেছি। ছাত্রলীগের পোলাপান নিরপরাধ ছাত্রদের উপর হামলা চালিয়েছে। যৌক্তিক দাবী চাইতে এসেও কেন আমাদের রক্ত ঝড়াতে হলো?

এদিকে, শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-বিমানবন্দর মহাসড়ক অবরোধের ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত বেলা আড়াইটা নাগাদ যানচলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। তবে শিক্ষার্থীদের রোগীবাহী অ্যাম্বুলেন্স ছেড়ে দিতে দেখা গেছে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি।

এ বিষয়ে মুঠোফোনে ডিএমপি উত্তরা বিভাগের উপ-কমিশনার কাজী আশরাফুল আজীমের কাছে জানতে চাইলে ‘আমি ব্যস্ত আছি। আপনার সাথে পরে কথা বলবো’ জানিয়ে কল কেটে দেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102