শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

উত্তরায় স্বাচিপ কমিটির উদ্যোগে আ.লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২১২ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অপর্ণ কেক কেটে উদযাপন করা হয়েছে।

আজ (রবিবার) সকালে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজনটি সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাব্বির আহমেদ খান ও অত্র হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মিজানুর রহমান (অব:), উপপরিচালক সহযোগী অধ্যাপক শাহ আলম, স্বাচিপ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের যুগ্ম আহ্বায়ক ডা. মাসুদ আলম, ডা. বিজন সাহা, ডা.মামুনুর রশিদ, সদস্য সচিব ডা. মো: সালেহীন সাদ প্রমুখ।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনকর্মের উপর বক্তব্য পেশ করেন উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের ইএনটি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক তাপস চক্রবর্তী, নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা রাশিমুল হক রিমন, গাইনি ও অবস বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজা আক্তার, সহযোগী অধ্যাপক অনিমা সরকার, সহযোগী অধ্যাপক ডা সাবরিন ফরহাদ, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক রিমা আফরোজ আলিয়া, সহযোগী অধ্যাপক নাইমা সাদিয়া, এনেস্থেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা মামুন মুর্শেদ, রেসপিরেটরি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা আঞ্জুমান শারমিন, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা মোহাম্মদ ইমরান, অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা জুলফিকার আলীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102