বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিন উপলক্ষে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৪ উদযাপন করলো ট্রাস্ট কলেজ।
আজ সকালে কলেজ ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানমালায় ছিলো- ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের পরিবেশনায় রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘রবীন্দ্রনাথ ও কাজী নজরুল আমাদের বাঙালি জাতীয় জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাদের কলম চলত অধিকার বঞ্চিত মাজলুমদের হয়ে শোষিত ও নিপীড়িত মানবের পক্ষে, জালিমের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠায় ছিল সদা আপোষহীনভাবে, তারা নির্দিষ্ট গোত্র প্রেমের উর্ধ্বে উঠে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কবি হিসেবে আবির্ভাব হয়েছিলেন।
তারা একে অন্যের প্রতি ছিলেন সহনশীল ও শ্রদ্ধাশীল। কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তিরা সর্বদা এই দুই মহান ব্যক্তিদ্বয়ের মাঝে অসৎ উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে তুলনা করে বাঙালী জাতীয়তাবাদকে কলুষিত করেন। তাই শুদ্ধ বাংলা সংস্কৃতিকে ধারণ, লালন এবং চর্চা করতে রবীন্দ্র ও নজরুল এর বিষয়ে আমাদের আরো বিস্তৃত জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে এই দুজন মানুষ সম্পর্কে আরো জানতে হবে এবং দেশ প্রেমের চেতনায় উদ্ভুদ্ধ হতে হবে।’
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি আশরাফুল আলম সবুজ আগত সবাই কে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা রবীন্দ্র-নজরুলের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সঙ্গে সবাই জানবে বাংলা সাহিত্য কতটা সমৃদ্ধ এবং সুবিশাল। তাই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ভবিষ্যতে আরো বড় পরিসরে এই সব সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।’
সহকারী শিক্ষক বুশরা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন- বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ঋতা জিয়াসমিন, প্রভাষক মোস্তফা হায়দার, একাডেমিক কো-অর্ডিনেটর রোকসানা মাহমুদ ডেইজি এবং আইসিটি বিভাগের সিনিয়র প্রভাষক রাজীব রঞ্জন নাথ।
এ সময় ট্রাস্ট কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন- আশরাফ-উল-আলম সবুজ এবং অন্যান্য শিক্ষবৃন্দ।