রাজধানীর উত্তরায় দুঃস্থ ও অসহায় পরিবারের ১৮০ জনকে ঈদ উপহার হিসেবে ‘টাঙ্গাইল শাড়ি ও লুঙ্গি’ প্রদান করেছে শতায়ু সংসদ উত্তরা।
আজ (শুক্রবার) সংস্থাটির উত্তরা ১১ নম্বর সেক্টর কার্যালয়ে কার্যক্রমটি সম্পন্ন হয়েছে।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে অসহায়দের মাঝে ঈদ উপহার তুলে দেন ডিএনসিসি ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শরীফুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কল্যাণ সমিতির সভাপতি আলতাফ হোসেন সরকার।
দুঃস্থদের মাঝে শতায়ু সংসদ উত্তরার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন সংগঠনের সহ-সভাপতি মজিবুর রহমান খান, সাধারণ সম্পাদক আকাশ আহমেদ, যুগ্ম সম্পাদক ইফতেখার মাহমুদ রিগান, সাংগঠনিক সম্পাদক সুজয় কুমার সাহা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হারুন চৌধুরী , সম্পাদক মোঃ ইলিয়াস, ওয়াহিদ উন নবী ও নির্বাহী সদস্য মোঃ মোস্তফা প্রমুখ।