ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের বলেছেন, আমি ঢাকা-১৮ আসনকে ভালো রাখতে চাই। মানুষের প্রত্যাশা পূরণ করতেই আমাদের রাজনীতি। আমরা সবাইকে ভালো রাখতে চেষ্টা করব।
এ সময় শেরীফা কাদের বলেন, নির্বাচিত হলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করব আমরা। কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে। জ্ঞানসমৃদ্ধ জাতি গড়তে সরকারের সহায়তায় স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে কাজ করব।
সকাল ১১টা থেকে উত্তরখানের ধোবাদিয়া থেকে শুরু হওয়া নির্বাচনি প্রচারণাকালে শেরীফা কাদের বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারিভাবে ঢাকা-১৮ আসনে একটি হাসপাতাল নির্মাণে উদ্যোগ নেব। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই আমরা সব উন্নয়নমূলক কাজ করব।
পরে উত্তরখান থানাধীন কাচকুড়া বাজার, চামুরখান, মাউসাইত, মৈনারটেক, মাস্টারবাড়ী, মধ্যপাড়া, উত্তরখান মাজার সংলগ্ন আশেকিন ফাউন্ডেশনে উঠান বৈঠকে প্রচারণা চালান তিনি।