দল থেকে আজীবনের জন্য বহিষ্কৃত গাজীপুরের দুই নেতাকে দলে ফিরিয়েছে বিএনপি। একই সঙ্গে সাত বছর আগে বহিষ্কার করা কুমিল্লার প্রভাবশালী এক নেতাকেও দলে ফেরানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়।
চলতি বছরের মে মাসে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছিলেন মহানগর সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক হান্নান মিয়া হান্নু ও সদস্যসচিব হাসান আজমল ভূঁইয়া।