বুধবার, ২৫ জুন ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

আজীবন বহিষ্কৃত হান্নু-আজমলকে দলে ফেরাল বিএনপি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

দল থেকে আজীবনের জন্য বহিষ্কৃত গাজীপুরের দুই নেতাকে দলে ফিরিয়েছে বিএনপি। একই সঙ্গে সাত বছর আগে বহিষ্কার করা কুমিল্লার প্রভাবশালী এক নেতাকেও দলে ফেরানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়।

চলতি বছরের মে মাসে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছিলেন মহানগর সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক হান্নান মিয়া হান্নু ও সদস্যসচিব হাসান আজমল ভূঁইয়া।

এ কারণে তাদের দুইজনসহ ওই নির্বাচনে অংশ নেওয়া ২৯ জনকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করেছিল বিএনপি। অন্যদিকে দলের স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বিরোধে জড়িয়ে ২০১৬ সালের অক্টোবর মাসে কুমিল্লা উত্তরের প্রভাবশালী নেতা কে এম আই খলিলকে বহিষ্কার করা হয়েছিল।রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতোপূর্বে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি কে এম আই খলিল, গাজীপুর মহানগর সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হান্নান মিয়া হান্নু ও সদস্যসচিব হাসান আজমল ভূঁইয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রাজশাহীর তানোর ও গোদাগাড়ীর চার নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীতে চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহীর তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হান্নান এবং সাংগঠনিক সম্পাদক মানিককে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102