আজ বৃহস্পতিবার( ৯ নভেম্বর) রাজধানী ঢাকার তুরাগ কামারপাড়া মামস্ স্কুলের ইংলিশ ভার্সন শাখায় ভিন্নধর্মী এই আয়োজন করা হয়।
ক্লাসে ক্লাসে কেক কাটার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিশুদের উৎসাহিত করা হয়। ওদের উৎসাহ দিতে সাংস্কৃতিক পরিবেশনায় স্কুলের শিক্ষক ও অভিভাবকরাও অংশ নেন।
সকাল থেকে স্কুলের ৪টি শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীরা কেক কেটে ক্লাস পার্টি উদযাপন করে।
ক্লাস পার্টি অনুষ্ঠানে থাকতে পেরে ভীষণ খুশি শিক্ষার্থীরা ।
শিক্ষার্থীরা বলে ক্লাস পার্টি আমাদের কাছে অনেক আনন্দের বিষয়। আমাদের শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা আমাদের সঙ্গে আছেন। খুব ভালো লাগছে।
শিশুরা জানায় ক্লাস পার্টিতে আমরা সবাই মিলে অনেক আনন্দ করছি। ক্লাস পার্টিতে উপস্থিত ছিলেন মামস্ স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আউয়াল, ইংলিশ ভার্সন শাখার ভাইস প্রিন্সিপাল, কো অর্ডিনেটর ও অন্যান্য শিক্ষকগণ।