রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জুয়োলারি, কাপড়, প্লাস্টিকের মালামাল, ক্রোকারিজ ও ব্যাগের দোকানসহ শত শত দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে বিশিষ্ট শিল্পপতি ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দয়াল কুমার বড়ুয়া বলেন-রাজধানীবাসী প্রতিনিয়ত এমন অনাকাঙ্খিত পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। যা আমাদের জনজীবনকে বিভিন্নভাবে হুমকি মুখে ফেলে দেয়। এছাড়াও বিভিন্ন সময় এসকল অগ্নিকাণ্ডে আমাদের অনেক প্রিয় স্বজনদের হারাতে হয়। এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। অতএব, এ ব্যাপারে আমাদেরও আরো সচেতন এবং পরিকল্পিত জীবনযাপন করা উচিত।
উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।বুধবার রাত পৌনে ৪ টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের সূত্রে জানা যায়, রাত পৌনে ৪ টায় আগুনের সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৩ টা ৫২ মিনিটে। প্রথমে ৭ টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৫৭ মিনিট পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়।