বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

মতিঝিল পর্যন্ত মেট্রোরেল ‘অক্টোবরের দ্বিতীয়ার্ধে’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

ঢাকার আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেল পথের নির্মাণকাজ শেষ হচ্ছে অক্টোবরের মাঝামাঝিতে, এর কয়েকদিন পরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

আগারগাঁওয়ে বুধবার এক অনুষ্ঠানে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, অক্টোবরের শেষ সপ্তাহে যখন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, তার পরদিন থেকে ট্রেন চলাচল শুরু হবে।

তিনি জানান, প্রথমে আগারগাঁও থেকে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল- এই তিন স্টেশনে ট্রেন থামবে। পর্যায়ক্রমে বাকি স্টেশনগুলো খুলে দেওয়া হবে। সেজন্য দুই মাস সময় লাগবে। জানুয়ারির দিকে সব স্টেশনে ট্রেন থামবে।

আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেল পথ নির্মাণের কাজ আগামী ১৫ অক্টোবরের মধ্যে শেষ হবে বলে অনুষ্ঠানে জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমীন উল্লাহ নূরী।

তিনি বলেন, আমরা আশা করছি অক্টোবরের ১৫ তারিখের মধ্যে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে কোনো দিন সময় দিবেন, সেদিনই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে।

মতিঝিল পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন চলবে কি না, এ প্রশ্নে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ছিদ্দিক বলেন, প্রথমে আমরা সীমিত আকারে সীমিত সময়ের জন্য ট্রেন চালাব। যখন দেখা যাবে পুরো সিস্টেম ভালোভাবে চলছে, তখন আমরা এটার সঙ্গে মার্জ করে দেব। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়বে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল পথে প্রথম অংশের মত দ্বিতীয় অংশের স্টেশনও ধাপে ধাপে খুলে দেওয়া হবে।

আগারগাঁও থেকে মতিঝিল অংশে সাতটি স্টেশন পড়েছে, যার মধ্যে আছে বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। এর মধ্যে অক্টোবর খুলতে চলেছে ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল স্টেশন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102